রাজনীতি ৮ ডিসেম্বর, ২০২২ ১২:৪৮

বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান পৈশাচিক ও সংবিধানবিরোধী: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোরপূর্বক ঢুকে পুলিশ যে অভিযান পরিচালনা করেছে সেটা পৈশাচিক ও সংবিধানবিরোধী বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, প্রায় পাঁচ ঘণ্টা ধরে পুলিশসহ বিভিন্ন বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে। তারা নিজেরা ব্যাগে করে কিছু বিস্ফোরক এনে কার্যালয়ে রেখেছে। এখন সেটার দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। 

বুধবার রাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে বসে থাকা অবস্থায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, এটা বর্বরোচিত পৈশাচিক, নারকীয় ও মর্মান্তিক ঘটনা। আমি মনে করি, কোনো সভ্য দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে অভিযান পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা ঘটিয়ে তারা সংবিধান লঙ্ঘন করেছে। আমাদের অধিকার হরণ করা হয়েছে। এটা গণতন্ত্রকে ধ্বংস করা, মানবাধিকার লঙ্ঘন করার শামিল। এটা গণতন্ত্রের প্রতি আঘাত। এর থেকে খারাপ কাজ কিছু হতে পারে না। আমার ভাষা নেই বলার। আই অ্যাম শক লাইক এনিথিং টুডে।

বিএনপি মহাসচিব বলেন, একটা শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করার জন্যে পরিকল্পিতভাবে এ ঘটনাগুলো ঘটানো হয়েছে। 

এর আগে বিকেল ৫টায় মির্জা ফখরুল বিএনপি অফিসে প্রবেশ করতে গেলে তাকে পুলিশ বাধা দেয়। কার্যালয়ের গেট বন্ধ করে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এ অভিযান শুরু করেন। এ সময় মির্জা ফখরুল একাধিকবার পুলিশ কর্মকর্তাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তাকে তার অফিসে প্রবেশ করতে দেওয়ার জন্য বললেও তারা সাড়া দেননি।

বিএনপি মহাসচিব কর্মকর্তাদের বলেন, আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে এসেছি। আপনি কথা বলুন। আমাকে যেতে দিন। পুলিশ কর্মকর্তারা তাকে বলেন, স্যার দেখছি। পরে বিএনপি মহাসচিব ফুটপাতে বসে পড়েন।

আমাদেরকাগজ/এইচএম