শিক্ষা ৬ ডিসেম্বর, ২০২২ ০৭:১৭

বুয়েটে সব ঠিকঠাক চলছে, কিন্তু আমার ছেলেটা নেই: ফারদিনের বাবা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী ফারদিন নূর পরশ ‘হত্যার’ এক মাস পেরিয়ে গেলেও এখনও দোষীদের চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা কাজী নুর উদ্দিন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বুয়েট শহীদ মিনারে ফারদিন হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে অপরাধীদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন বলেন, সন্তান হারানোর পর আর কিছু বলার নেই। বুয়েটে সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু আমার বাবা সেখানে নেই। এক মাস পার হলেও কাউকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। একজনও অপরাধীকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমার ছেলের খুনিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে।

বুয়েট প্রশাসনের সমালোচনা করে ফারদিনের বাবা বলেন, ফারদিনের বন্ধুরা বিচার দাবি করছে। কিন্তু বুয়েট প্রশাসন কিছুই করেনি। তারা যদি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর রাখেন, তাহলে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার কাজ সহজ হবে।

আমাদেরকাগজ/এইচএম