সারাদেশ ৫ ডিসেম্বর, ২০২২ ১১:২৫

যে কারণে অবরোধ পিছু হটলেন ঢাকা কলেজ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি কলেজ কমিটির দাবিতে আন্দোলনে ফেটে পড়েছিলেন ঢাকা কলেজের ছাত্রলীগ। কর্মীরা করেছিলে সড়ক অবরোধ। কিন্তু এবার  তুলে নিয়েছে। কলেজ কমিটির দাবিতে আন্দোলনে নামার পর আশ্বাসের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (৫ ডিসেম্বর) রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেয় তারা।

রোববার রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

 

ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মিথুন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাদের ফোন করেছিলেন। তিনি বলেছেন, আগামীকাল (সোমবার) বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) ভাইকে সঙ্গে নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সেখান থেকে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আশা করছি, আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের সুন্দর একটা কমিটি উপহার পাব।

এর আগে রাত ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় তারা অবরোধ করেন।অবরোধকারীদের দাবি, গত ৬ বছর ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না।এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের তিনটি কমিটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি তিনটি হয়েছে, কিন্তু তাদের কমিটি হয়নি। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।

কর্মীরা সড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছে। কলেজ কমিটির দাবিতে আন্দোলনে নামার পর আশ্বাসের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (৫ ডিসেম্বর) রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেয় তারা।

এরআগে কমিটির দাবিতে রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিউমার্কেট এলাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের গাড়ি আটকে তাকে অবরুদ্ধ করে রাখে ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মীরা। এসময় তারা পুরো সায়েন্সল্যাব সড়কও অবরোধ করেন।

তখন এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ফিরোজ হোসেন বলেছিলেন, আমরা সবাই মিলে পাঁচ তারিখের মধ্যে কমিটির জন্য জয় ভাইকে জানিয়েছি। ৬ ডিসেম্বর তো সম্মেলন হবে। সময় তো শেষ। এর মধ্যে কমিটি না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

 

এদিকে, অবরুদ্ধ থাকার বিষয়টি অস্বীকার করেছেন আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, অবরোধ থাকার বিষয়টি একটি গুজব। ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীরা আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কমিটির বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।


আমাদের কাগজ/এম টি