খেলাধুলা ৫ ডিসেম্বর, ২০২২ ০৯:০৬

কাতার বিশ্বকাপ

নেইমারের মাঠে নামা নিয়ে যা বললো তিতে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: চোটের ধাক্কায় একের পর এক খেলোয়াড় ছিটকে যাওয়ার মাঝে দারুণ একটা সুখবর পেল ব্রাজিল। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন নেইমার। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তারকা এই ফরোয়ার্ড।

স্টেডিয়াম ৯৭৪ এ কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার (৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন দলটির কোচ তিতে জানান, এই ম্যাচে খেলবেন নেইমার।রোববার সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত ছিলেন অধিনায়ক চিয়াগো সিলভা। তাকেই প্রশ্ন করা হয়, নেইমার খেলবেন কি-না। ওই সময় তিতে মাইক্রোফোন ধরে বলেন, “হ্যাঁ।“

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ব্রাজিল। ওই ম্যাচেই চোট পান নেইমার। ব্যথা পাওয়ার পরও কয়েক মিনিট খেলেন তিনি। এরপর আর পারেননি। ৮০তম মিনিটে তাকে তুলে নেন তিতে।

এরপর দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয় অ্যাঙ্কেলের চোটে ভুগছেন নেইমার। শুরুতে কেবল জানানো হয়, সুইজারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না পিএসজি তারকা। অবশ্য অনেক গণমাধ্যমের খবরে বলা হয়, নকআউট পর্বের আগে খেলার কোনো সম্ভাবনাই নেই তার।

এমনকি বিশ্বকাপেই নেইমার আর খেলতে পারবেন না বলে গুঞ্জন ছড়ায়। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে শনিবার রাতেই নেইমার নিজের অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, তিনি ভালো বোধ করছেন। আভাস দেন মাঠে নামার।

আজকের ম্যাচে ব্রাজিল স্কোয়াড তাদের সেরাদের দিয়েই সাজানো থাকবে। রিচার্লিসনকে সামনে রেখে ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রাফিনহা, ক্যাসিমিরো, পাকুয়েতা, থিয়াগো সিলভা, দানিলো- প্রথম ম্যাচের প্রায় সবাই নামছেন আজ। কিন্তু নেইমার কি খেলবেন? যদি খেলতে নামেন, তাহলে কি নকআউট ম্যাচের সম্ভাব্য ১২০ মিনিট খেলার মতো ফিট থাকবেন? তাঁকে কি শুরুর একাদশে রাখা হবে নাকি বদলি হিসেবে ম্যাচের পরে, যাতে করে পেনাল্টি শুট আউট হলে কাজে লাগানো যায়? সাও পাওলো থেকে আসা এক সাংবাদিকের এমন প্রশ্নে উত্তর না দিয়ে শুধু ইঙ্গিত দিলেন। 'দেখুন, নেইমার ফিট থাকলে, আমাদের মেডিকেল টিম তাকে খেলার অনুমতি দিলে, আমি শুরু থেকেই সেরা স্কোয়াড নামাব।'

তিতে যা বললেন না তা হলো, কোরিয়ানরা যতই ডিফেন্সিভ খেলুক না কেন, পেনাল্টি শুট আউটের দিকে তিনি ম্যাচ নিয়ে যেতে দেবেন না। আর নেইমারকে তিনি শুরুতেই খেলাবেন। ১২ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার সুযোগ পেয়ে এমনিতেই আত্মহারা কোরিয়া। তার পর আবার রোনালদোকে সেদিন নিষ্ফ্ক্রিয় করে দিয়ে পর্তুগালকে হারানোর আত্মবিশ্বাস। আজও একই কৌশলে নেইমারকে নিষ্প্রভ করেই ব্রাজিলকে হারাতে চায় কোরিয়ানরা। কিন্তু শেষ কথাটি বোধ হয় থিয়াগো সিলভাই বলে দিয়েছেন, 'কোরিয়ানরা ভালো, তাদের গতি আছে, বল পাসিং আছে। ডিফেন্স আছে। তবে আমাদেরও তাদের দুর্বলতা জানা আছে। নকআউটে এসে নিশ্চয়ই আমরা আর কোনো ঝুঁকি নিতে চাইব না।'

সার্বিয়ার বিপক্ষে জয়ের পর সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ব্রাজিল। তবে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে তারা।গ্রুপ পর্বে চোটের কারণে নেইমারসহ মোট ৫ জন খেলোয়াড়কে হারায় ব্রাজিল। এদের মধ্যে ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার আলেক্স তেলেস পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

 

আমাদের কাগজ//টিএ