খেলাধুলা ৫ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৩

কাতার বিশ্বকাপ

পেলের যে রেকর্ড ভাঙ্গলো এমবাপে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: গতি আর ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পটু কিলিয়ান এমবাপে ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত গোল করে চলেছেন। তাতেই একের পর এক ধরা দিচ্ছে দারুণ সব রেকর্ড। অনেক যা কল্পনাও করতে পারেন না, ফরাসি এই তারকা তা করে যাচ্ছেন নিয়মিত। এবার যেমন এক গোলেই ভেঙে দিলেন জোড়া রেকর্ড, দুটি পাতায় ছাড়িয়ে গেলেন দুই কিংবদন্তি পেলে ও ইউজেবিওকে।

দোহার আল থুমামা স্টেডিয়ামে রোববার শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে ৭৪তম মিনিটে দারুণ গোলে ইতিহাসের পাতায় নাম লেখান এমবাপে।

ডান দিক থেকে উসমান দেম্বেলের পাস বক্সের সামনে পান তিনি। একটু ভেতরে ঢুকে জায়গা বানিয়ে ডান পায়ে শট নেন, ওপরের কোণা দিয়ে বল জড়ায় জালে।

এই গোলে এমবাপে পেছনে ফেলেছেন পেলেকে। ২৪ বছর পূরণ করার আগেই করে ফেলেন ৮ গোল। এই বয়সে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ছিল ব্রাজিল কিংবদন্তির, তিনি করেছিলেন ৭ গোল। ক্যারিয়ারের অষ্টম বিশ্বকাপ গোলটা করে পেলের সে রেকর্ডটাকে তিনি পাঠিয়েছেন জাদুঘরে। 

একই সঙ্গে ভেঙে দেন পর্তুগিজ গ্রেট ইউজেবিওর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের আট গোলের রেকর্ডও। ২৪ বছর ১৮২ দিন বয়সে ৮টি গোল করেছিলেন ইউজেবিও। এমবাপে করলেন ২৩ বছর ৩৪৯ দিন বয়সে।

পোলিশদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে যোগ করা সময়ে আরেকটি গোল করেন এমবাপে।

 

আমাদের কাগজ//টিএ