রাজনীতি ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭

প্রধানমন্ত্রীর আগমনে আজ উৎসবে মাতবে চট্টগ্রাম

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জনসভা সফল করতে এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দশ বছর আগে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সর্বশেষ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরনগরীর উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

ছয় বছর পর ২০১৮ সালে পটিয়ার জনসভায় সেই দায়িত্বের কথা মনে আছে জানিয়ে কিছুটা সময় চেয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্ধারিত সময়েই চট্টগ্রাম উন্নয়নের সব প্রকল্প শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন বলে মনে করেন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীরা। দশ বছর পর আজ( ৪ ডিসেম্বর)  তিনি যে চট্টগ্রামে আসছেন, সেটা উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক নতুন বন্দরনগরী।

 

জানা যায়, জনসভায় সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে থাকবে নানা নির্দেশনা। আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই এক সপ্তাহ বা এরও আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন।

চট্টগ্রামে ২৪টি স্পটে এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় মাইকিং। বিতরণ করা হয়েছে লিফলেট। জনসভায় ১০ থেকে ১৫ লাখ লোকসমাগমের টার্গেট রয়েছে দলটির। জনসভায় কে কত বেশি লোক আনতে পারবেন, এ প্রতিযোগিতাও শুরু হয়। চমক দেখানোর অপেক্ষায় আছেন মন্ত্রী, এমপিসহ মনোনয়নপ্রত্যাশী অনেক নেতা। আওয়ামী লীগ ও যুবলীগে পদপ্রত্যাশী নেতারাও আজকের জনসভায় শোডাউন করবেন।

কেন্দ্রীয় নেতাদের সামনে নিজ নিজ জনপ্রিয়তা ও শক্তিমত্তা দেখানোর মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। সব মিলিয়ে আওয়ামী লীগের জনসভা ঘিরে আজ উৎসবে মাতবে চট্টগ্রাম।

আমাদের কাগজ/এম টি