খেলাধুলা ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৩

কাতার বিশ্বকাপ

একের পর এক দুঃসংবাদের আসছে ব্রাজিল শিবির থেকে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ ২০২২ অভিযানের মাঝপথে বড় ধাক্কা খেল ব্রাজিল। তাদের সর্বশেষ ধাক্কাটি হলো দলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এর ফলে মঙ্গলবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নকআউট লড়াইয়ের আগে শিবিরে আহত খেলোয়াড়ের তালিকা বেড়েছে। 

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচেই জেসুস খেলেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। আর গতকাল লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে জেসুসকে প্রথম একাদশে থেকেই দল সাজিয়েছিলেন তিতে। এই ম্যাচেই চোটে পড়েন জেসুস। ৬৪ মিনিটে তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। পরে জানা গেল, বিশ্বকাপে আর খেলা সম্ভব না এই ফরোয়ার্ডের। যদিও ব্রাজিল দল এখনও তার চোটের ব্যাপারে বিস্তারিত জানতে টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করছে।

ব্রাজিল কোচ তিতে শিবিরে আহত খেলোয়াড়দের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে বেশ উদ্বিগ্ন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিতে বলেন, 'শারীরিক চাহিদা ক্রমাগত বাড়ছে, সময় কম, এটি গেমের একটি ক্রমবর্ধমান প্রভাব এবং কখনও কখনও আপনার হাতে পুনরুদ্ধারের আদর্শ সময় থাকে না।

 

আমাদের কাগজ//টিএ