খেলাধুলা ২ ডিসেম্বর, ২০২২ ১২:১৪

প্রতিপক্ষের অপেক্ষায় ব্রাজিল-পর্তুগাল

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ দীর্ঘ চার বছরের অপেক্ষা! এরপরই আসে ফুটবল মহাযজ্ঞের মাহেন্দ্রক্ষণ। এজন্য প্রায় পনেরশ’ দিন অপেক্ষা করেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ভক্তরা। গত মাসের (২০ নভেম্বর) শেষ হয়েছে সেই অপেক্ষার মুহূর্ত। মরুর বুকে বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথমবারের মতো শুরু হয় ৩২ দলের এই উৎসব। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব আসরে শিরোপা উঁচিয়ে ধরার এই লড়াই।

এদিকে মরুর বুকে প্রথম বিশ্বকাপে ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের খেলার মধ্য দিয়ে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা।

 

শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ও দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দলগুলো। গ্রুপ পর্বে পরপর দুই জয়ে ৬ পয়েন্টে নক-আউট পর্ব নিশ্চিত করায় ব্রাজিল ও পর্তুগালের জন্য ম্যাচটি হবে নিয়ম রক্ষার। 

এছাড়া নক-আউটে ব্রাজিল ও পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে কারা যুক্ত হচ্ছেন, সে জন্য অপেক্ষা করছেন সেলেসাও-পর্তুগিজ সমর্থকসহ বিশ্ব ফুটবলপ্রেমীরা। রাতেই অবসান হচ্ছে ব্রাজিলিয়ান ও পর্তুগিজদের হিসাব-নিকাশ।

এদিকে ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে ১৪ দল। গ্রুপ পর্বের খেলার শেষ হওয়ার পরদিনই শুরু হচ্ছে নক-আউট পর্বের খেলা।

তথ্য অনুযায়ী, প্লে-অফে প্রথম ম্যাচে শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইউরোপের দেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্র। 

একইদিন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

অন্যদিকে রোববার রাত ৯টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ‘সি’ গ্রুপের রানার্সআপ পোল্যান্ড। এ ছাড়া দিবাগত রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে ‘বি’গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগাল।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ জাপান। সোমবার রাত ৯টায় মাঠে নামবে দল দুটি। অপর ম্যাচে রাত ১টায় ব্রাজিলের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ।

কোয়ার্টার ফাইনালের শেষ দুই দল নির্ধারণ হবে ৬ ডিসেম্বর। এদিন ৩৬ বছরের ইতিহাস ভেঙে নক-আউটে জায়গা করে নেওয়া মরক্কোর প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দল দুটি। 

এ ছাড়া শেষ আটের শেষ দল হিসেবে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পর্তুগালের রাত ১টায় মুখোমুখি হবে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ।

বিশ্বকাপের ২২তম আসরে আটটি গ্রুপে অংশ নিচ্ছে ৩২টি দল। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে পয়েন্ট টেবিলের সেরা দুই দল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে। সেই থেকে শুরু হবে নকআউট পর্ব। এই পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমাদের কাগজ/এম টি