লাইফ স্টাইল ১ ডিসেম্বর, ২০২২ ০৯:১৯

শীতের পোশাক ব্যবহারের আগে যা করা উচিত

লাইফস্টাইল ডেস্ক: ঢাকায় এখনও তেমন শীত না পড়লেও, গ্রামাঞ্চলে ভালোই শীত পড়ে গেছে। এ সময় সতর্ক থাকতে হয় সবাইকেই। তবে শীতের পোশাক পরার আগে দুটি কাজ অবশ্যই করা উচিত।

শীতের পোশাক ব্যবহারের আগে আরও যা করবেন—
শীতের পোশাক ও কম্বল বাক্স থেকে বের করে রোদে দিন। রোদে দিলে জীবাণু দূর হবে। পোশাক ও কম্বল পরিস্কার করার পর তা রোদে দিন। শীতজুড়ে এমনভাবে শীতের পোশাক রোদে দিন। এতে জীবাণু যেমন দূর হবে তেমনই ধুলা জমবে না।

কম্বল বা লেপে অবশ্যই কভার ব্যবহার করবেন। শীতের মৌসুমে অনেকেই ডাস্ট অ্যালার্জিতে ভোগেন। অধিকাংশ সময় শীতের পোশাকে ও কম্বলে ধুলা জমে থাকে। সেই ধুলা থেকেই এমন অ্যালার্জির সমস্যা দেখা যায়। সমস্যা থেকে মুক্তি পেতে শীতের জিনিস ভালো করে পরিষ্কার করে রাখুন।

আমাদের কাগজ//জেডআই