লাইফ স্টাইল ১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৪

ব্লেজারের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: শীতে ব্লেজারের ব্যবহার বহুকাল ধরেই চলে আসছে। ফ্যাশন সচেতনদের ফরমাল পোশাক হিসেবে ব্লেজার নির্বাচন করতে দেখা যায়। কিছু টিপস মেনে চলা যেতে পারে ব্লেজারের নষ্ট থেকে বাচাঁতে।

জেনে নিন টিপসগুলো :

  • শীত আসার আগে এবং শীত যাওয়ার পরে ব্লেজার ড্রাই ওয়াশ করুন।
  • অনেকেই ব্লেজার ভাঁজ করে রাখেন, যেটা একদমই ঠিক না। ব্লেজার আলমারিতে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।
  • ব্লেজার ব্যবহারের আগে নরম কাপড়ের তৈরি ব্রাশ দিয়ে ধুলা পরিষ্কার করে নিন।
  • ব্লেজার বাসায় পরিষ্কার করতে চাইলে মাইল্ড ডিটারজেন্ট এবং কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন অতিরিক্ত গরম পানিতে পরিষ্কার করা যাবে না।
  • শীত শেষে ব্লেজার তুলে রাখার আগে সিলড ব্যাগে রাখবেন এবং সেটি ঝুলিয়ে রাখবেন।
  • ব্লেজার ধোয়ার পর ভেজা অবস্থায় শুকানোর জন্য ঝুলাবেন না। পানি ঝরিয়ে সমতল কোথাও বিছিয়ে রাখুন।

আমাদের কাগজ//জেডআই