আন্তর্জাতিক ৩০ নভেম্বর, ২০২২ ০২:৩০

পাকিস্তানের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২৮

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটায় একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায়  নিহত তিন এবং আহত হয়েছেন আরও ২৪ জন। আহতদের মধ্যে ২৮ জন। দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বুধবার (৩০ নভেম্বর) কোয়েটার বুলেলি এলাকায় এ হামলা হয়। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ সদস্য।

এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। দেশটির পুলিশ কর্মকর্তা আব্দুল হক বলেন, "টহল পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণে ১৫ পুলিশসহ ৩০ জনেরও বেশি আহত হয়েছে।" 

ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে ডিআইজি মহেসার জানিয়েছেন, হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গাড়িটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনি। এ ছাড়া আরও ২০ পুলিশ সদস্য ও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। 

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গুলাম আজফার মহেসার বলেছেন, বিস্ফোরণে পুলিশের ট্রাকটি উল্টে যায়। এটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনাস্থলের কাছে এক আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ পাওয়া গেছে বলে জানান তিনি। 

পাকিস্তানে পোলিও টিকাদান কেন্দ্রে হামলার ঘটনা এটিই প্রথম নয়। প্রায়ই দেশটির উগ্র ইসলামপন্থী জঙ্গী গোষ্ঠী এ ধরনের হামলা করে থাকে। তাদের ধারণা, টিকা দেওয়া পশ্চিমা ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে দেশে পশ্চিমাদের গুপ্তচরবৃত্তির সুযোগ তৈরি হচ্ছে।


আমাদের কাগজ//টিএ