বাংলা অন্তর্জালে পরিচিত মুখ অমি রহমান পিয়াল। অনলাইন ব্লগিং এর শুরু থেকেই তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক লেখালেখি করার দরূন তিনি সবার কাছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লেখক হিসেবে সমধিক পরিচিত। গণজাগরন মঞ্চের এই কর্মী বর্তমানে সুইজারল্যান্ড প্রবাসী হলেও দেশের সাম্প্রতিক ইস্যুগুলোতে তিনি সবসময়ই তার মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন। সম্প্রতি ছাত্রলীগ ইস্যূতে রাব্বানীর আত্মপক্ষ সমর্থন ভালো লাগে নি অমি রহমান পিয়ালের কাছে। এধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি নিশ্চিত যে প্রধানমন্ত্রী বেশ যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবেন। আর সেক্ষেত্রে রাব্বানীর নিজেকে নির্দোষ দাবি এক অর্থে প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি। তার বরঞ্চ করজোরে ক্ষমা প্রার্থনা করা উচিত।
আমাদের কাগজ পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
"রাব্বানীর উচিত আপার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ, সব দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থণা। বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বইলা সে আপার বুদ্ধিমত্তা এবং বিবেচনাবোধরেই চ্যালেঞ্জ করতেছে। আপা এমন কোনো সিদ্ধান্তে আসার আগে শতভাগ নিশ্চিত হয়ে নেন, তারপরও তার দাবী তারে ফাসানো হইতেছে। এই দাবী আম পাবলিকের কাছে করলে সমস্যা নাই, ছাত্রলীগের পোলাপাইনরে করলেও সমস্যা নাই, তাদের একাংশ কনফিউজড হবে বড়জোর। কিন্তু সে নির্দোষ এই কথা আপারে বলা মানে স্ট্রেইট বেয়াদবি..."