শিক্ষা ২৮ নভেম্বর, ২০২২ ০২:৫৪

পাসের হারে এগিয়ে যশোর, পিছিয়ে সিলেট 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নানা প্রতিকূলতার মধ্যে আজ প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরিক্ষার রেজাল্ট। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি ৯৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে যশোর বোর্ডে। অন্যদিকে সিলেট বোর্ডে সবচেয়ে কম ৭৮ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। সে হিসাবে পাস কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ সোমবার ফলের বিস্তারিত তুলে ধরার সময় এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

তথ্য অনুযায়ী, যশোর বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন; জিপিএ ফাইভ পায় ৩০ হাজার ৮৯২ জন।

সিলেট বোর্ড থেকে এসএসসিতে অংশ নেয় ১ লাখ ১৫ হাজার ৩৯১ শিক্ষার্থী, যাদের মধ্যে উত্তীর্ণ হয় ৯০ হাজার ৯৪৮ জন। জিপিএ ফাইভ পায় ৭ হাজার ৫৬৫ জন।

শিক্ষামন্ত্রী সিলেট বোর্ডের এমন ফলের কারণ হিসেবে বন্যার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এবার সেখানে বন্যা একটা বড় কারণ ছিল। এ ছাড়া প্রতি বছর কোনো না কোনো বোর্ডে পাসের হার ওঠানামা করে।’

এ ছাড়া মাদরাসা বোর্ডে ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭ শতাংশ।
 

আমাদের কাগজ/এম টি