সারাদেশ ২৮ নভেম্বর, ২০২২ ১২:৫৮

২য় ‍দিনের মতো চলছে নৌ শ্রমিকদের ধর্মঘট

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

 জেলা প্রেতিনিধি: নৌ শ্রমিকদের ধর্মঘট ১০ দফা দাবিতে দ্বিতীয় দিনে গড়ালো। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে সোমবার (২৮ নভেম্বর) সকালে বরগুনা নদী বন্দর থেকে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। এর আগে ১০ দফা দাবিতে শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।

যাত্রীরা ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে যাচ্ছেন; কেউ কেউ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন বিকল্প ব্যবস্থায়। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী ও শিশুরা। ভেদুরিয়া ঘাটে ইঞ্জিনচালিত ছোট ছোট ট্রলার ও স্পিডবোট চলাচল করলেও বাড়তি ভাড়া গুণতে হচ্ছে।

লঞ্চ না পেয়ে ঘাট থেকে ফিরে যাওয়ার সময় বরিশালের সামাদ রবিন বলেন, “ভোলায় এসেছিলাম বেড়াতে, এখন আবার ফিরব। কিন্তু কোনো লঞ্চ পাচ্ছি না। ছোট ট্রলার চলছে, কিন্তু তাতে অনেক ঝুঁকি আছে।”

এ বিষয়ে নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন বলেন, “দশ দফা দাবি আদায়ের লক্ষে এ ধর্মঘট ডাকা হয়েছে। লঞ্চ মালিক পক্ষ আমাদের এখনও ডাকেননি। তারা দাবি না মানলে কর্মবিরতি চলমান থাকবে।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরগুনার সহকারী বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, নৌযান শ্রমিকেরা ১০ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন। এতে বরগুনা নদীবন্দরসহ সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে আছে। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে দ্রুত এ সমস্যা সমাধানের জন্য লঞ্চমালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।  


আমাদের কাগজ//টিএ