খেলাধুলা ২৮ নভেম্বর, ২০২২ ০৯:২৫

সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল : পাপন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে উম্মেদনা ,তর্ক -বিতর্কের যেন শেষ নেই। বাংলাদেশের রাজনীতির  শীর্ষ নেতা থেকে শুরু করে চলচিত্রের প্রাঙ্গণে বেশ কিছুদিন ধরে চলে আসছে প্রিয়দল ও ফুটবল নিয়ে নান চর্চা। এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে তো আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে দুই ভাগ হয়ে যায়ে ফুটবলপ্রেমী দর্শকরা। ক্রিকেট মাঠেও চলে এসেছে এর আমেজ। রোববার (২৭ নভেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল। 

উত্তর ও দক্ষিণাঞ্চলের এই ম্যাচ দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরস্কার বিতরণের পর তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে পাপনের কাছে প্রশ্ন যায় বিশ্বকাপ ফুটবল দেখছেন কি না। জবাবে তিনি বলেন, ‘একটা খেলাও মিস করিনি। আজকে শুধু একটা করলাম। ’ 

 

জানা যায়, ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের প্রিয় দল ব্রাজিল। নিজের প্রিয় দল নিয়ে বোর্ড প্রধান জানান, ‘আমি আসলে ছোটবেলা থেকে যে জিততো, তাকেই সাপোর্ট করতাম। যখন বোঝা শুরু করলাম, সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল করি। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন দেবোই। এ ছাড়া আমার ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে এবার। আজকের ম্যাচ বাদে বিশ্বকাপের একটি ম্যাচও আমি মিস করিনি।’

তবে ব্রাজিলের সমর্থক হলেও পাপন মেসির পাঁড় ভক্ত। তিনি জানান, ‘আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতিক। এক মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে এক মেসিকে দিয়ে দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে তেমন চোখে পড়েনি। অবশ্যই মেসি সেরা, এটা নিয়ে কোনও সন্দেহ নাই। আমি ওর ভক্ত।’

এছাড়া প্রথম রাউন্ডের বেশির ভাগ ম্যাচই শেষ হয়ে গেছে। বড় দলের সঙ্গে অনেকগুলো মাঝারি সারির দলও দারুণ পারফরম্যান্স করেছে। বোর্ডপ্রধানের কাছে অবশ্য সবচেয়ে ভালো লেগেছে ফ্র্যান্সের খেলা, ‘এখন পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছে ফ্রান্স ভালো।’

আমাদের কাগজ/এম টি