শিক্ষা ২৭ নভেম্বর, ২০২২ ০৮:৩৭

তৃতীয় মেধা তালিকা প্রকাশ করলো জবি

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির তৃতীয় মেধা তালিকা ও দ্বিতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

তৃতীয় মেধা তালিকায় তিন ইউনিটে মোট ৫১৩ জন শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন।

তৃতীয় মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে ‘এ’ ইউনিটে ৩১৯ জন, মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে ১৫৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ‘সি’ ইউনিটে ৩৭ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। 

তৃতীয় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামীকাল থেকে ৩০ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। আর মূল কাগজপত্র জমা দিতে হবে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা/ সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও গুচ্ছের রোল নম্বর লিখা একটি এ৪ সাইজের খামে করে জমা দিতে হবে।

মেধা তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.jnu.ac.bd ভিজিট করুন।

আমাদেরকাগজ/এইচএম