সারাদেশ ২৬ নভেম্বর, ২০২২ ০৮:৪১

রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

রাজশাহী প্রতিনিধি: মহাসড়ক থেকে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে ধর্মঘটের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় বিএনপির গণসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা আসবেন। বিএনপি জানায়, অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর জনসমাবেশে লোকজন আসতে না পারে সেজন্য এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তারা নাটোরে বসেন। বৈঠকে রাজশাহী বিভাগের আট জেলার সব পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, রাজশাহী বিভাগের মহাসড়কগুলো থেকে অবৈধ যান চলাচল বন্ধ না হলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যাবেন তারা। এ ব্যাপারে নিজ নিজ জেলার পরিবহন মালিক সমিতি আগামী দুই দিনের মধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআরটিএ বরাবর আবেদনপত্র জমা দেবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম। তিনি পরিবহন মালিক-শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানান এবং তাদের সিদ্ধান্তকে স্বাগত জানান।

আমাদেরকাগজ/এইচএম