আন্তর্জাতিক ২৬ নভেম্বর, ২০২২ ০৬:১৫

বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক: আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু শপথ পরপরই তিনি ঘোষণা দিয়েছেন সরকারি কোনো বেতন না নেবেন না।

এক সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি এমন ঘোষণা দিয়েছেন। এতে তিনি মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, মন্ত্রীদের আগের চেয়ে কম বেতন দেওয়া ও ছোট মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে।

গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী মূল দুই জোটের কোনোটি ২২২ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সুত্র:দ্য স্টার মালয়েশিয়ার।

আমাদের কাগজ//জেডআই