আন্তর্জাতিক ২৬ নভেম্বর, ২০২২ ০১:৩১

কিয়েভের ৬০ লাখ মানুষ অন্ধকারে রয়েছে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহ ধরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইউক্রেনে ৬০ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার রাতে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকের সন্ধ্যা পর্যন্ত কিয়েভসহ বেশির ভাগ অঞ্চল বিদ্যুৎহীন ছিল।’

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনে এখনও অনেকের ঘরে জ্বলছে না আলো। অনেকে পান কিংবা গা গরম করার পানি পাচ্ছেন না। এখন পর্যন্ত বেশিরভাগ অঞ্চল এবং কিয়েভ শহরে ব্ল্যাকআউট অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় ১ কোটি ২০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।

জেলেনস্কি বলেন,এখন পর্যন্ত বেশিরভাগ অঞ্চল এবং কিয়েভ শহরে ব্ল্যাকআউট অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় ১ কোটি ২০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।। রাশিয়ার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকা।

প্রেসিডেন্ট জানান,শুধু কিয়েভেরই ৬০ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। রাজধানীর অনেক বাসিন্দা ২০ থেকে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন।রুশ হামলায় কিয়েভের বাইরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ওডেসা, লাভিভ, ভিনিৎসিয়া ও ডিনিপ্রোপেত্রোভস্ক।

বিদ্যমান পরিস্থিতিতে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনি লোডশেডিংয়ে নেই মানে এই নয় যে, সমস্যা কেটে গেছে। আপনার বাসায় যদি বিদ্যুৎ থাকে, দয়া করে একই সঙ্গে কয়েকটি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না।

 

আমাদের কাগজ//টিএ