????? ২৪ নভেম্বর, ২০২২ ০৪:৪৯

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর তার জাপান যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, নতুন তারিখ শিগগিরই ঘোষণা হবে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। বিভিন্ন জায়গা থেকে আপনারা যে তারিখের কথা শুনেছেন সেই তারিখে বর্তমান পরিপ্রেক্ষিতে সফরটি হচ্ছে না। তবে সফরটি শিগরিরই হবে। নতুন তারিখ জানানো হবে।

শাহরিয়ার আলম বলেন, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) এবং চুক্তি আছে, যেগুলো আমরা আশা করছি প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষর হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন যে কূটনীতিতে অনেক কিছু থাকে সুবিধা-অসুবিধা, যে কারণে শেষ মুহূর্তেও পরিবর্তন হয়। কারণে প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও শেষ মুহূর্তে করা হয়।

প্রধানমন্ত্রীর জাপান সফরে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে দুই দেশের মধ্যে একটি সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) সই হওয়ার কথা জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব।

২৯ নভেম্বর থেকে ডিসেম্বর জাপান সফর করার কথা ছিল শেখ হাসিনার। সফরের প্রস্তুতি আর আলোচনার নানা দিক নিয়ে কাজও শুরু করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর।

 

 

আমাদের কাগজ/টিআর