আন্তর্জাতিক ২৩ নভেম্বর, ২০২২ ০৬:৩২

চীনে আইফোন কারখানায় বিক্ষোভ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ঝেংঝুতে ফক্সকনের আইফোন কারখানায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কারখানার শত শত কর্মী রাস্তায় মিছিল করে এসময়। বিক্ষোভ থেকে দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়েছে। চীনের শূন্য-কোভিড নীতি জনসংখ্যার বিস্তীর্ণ অংশের মধ্যে ক্লান্তি এবং বিরক্তি সৃষ্টি করেছে। 

বুধবার ওয়েইবো এবং টুইটারে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, মঙ্গলবার রাতে কয়েকশ কর্মী পুলিশের সামনেই স্লোগান দিচ্ছে, আমাদের অধিকার রক্ষা করুন! আমাদের অধিকার রক্ষা করুন। একটি ভিডিওতে প্রতিরক্ষামূলক পোশাকে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী প্রধান সড়কে পড়ে থাকা একজন শ্রমিকদের লাথি মারতে দেখা গেছে।

কোভিড সংক্রমণ বাড়তে দেখে কারখানা ভেতরেই কর্মীদের অবরুদ্ধ করে দিয়েছিল কোম্পানিটি। এসময় অনেক কর্মী সেখান থেকে পালিয়ে যায়। চলতি মাসে আকর্ষণীয় বোনাসের প্রতিশ্রুতি দিয়ে নতুন কর্মী নিয়োগ দেয় কোম্পানিটি। তবে ফক্সকন নিজেদের প্রতিশ্রুতি রাখেনি বলে দাবি করেন কর্মীরা। 

কর্মীদের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী বোনাস তো দুরের কথা ঠিকমত খাবারও পাচ্ছেন না তারা। এমন অবস্থায় তাদের পাওনা অর্থ ও বাড়ি ফেরার দাবি জানিয়ে বিক্ষোভ করছেন কর্মীরা। সূত্র: এএফপি