খেলাধুলা ২২ নভেম্বর, ২০২২ ০৯:২৩

খেলায় অঘটন ঘটবেই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের সাক্ষী হলো কাতারের লুসাইল স্টেডিয়াম। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোল ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা।

আর্জেন্টাইনদের এ পরাজয়ে হতাশ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। তবে এ আর্জেন্টাইন সমর্থকের আশা পরে ম্যাচে ঘুরে দাঁড়াবে লিওনেল স্কালোনির দল।

যদিও মাশরাফি মনে করছেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করা সবসময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এ দলকেই সাপোর্ট করে যেতে হবে। খেলায় অঘটন ঘটে।

মাশরাফির দাবি, আর্জেন্টিনা কখনও অন্যদের মতো কামব্যাক করতে পারে না, তা আরও একবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না। আর ঠিক এ কারণেই তাদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। ব্রেনের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সঙ্গেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য।

আমাদেরকাগজ/এইচএম