সারাদেশ ২১ নভেম্বর, ২০২২ ১২:৫৩

থানায় মামলা করে বিপাকে দিনমজুর

বাউফল প্রতিনিধি: বাউফল থানায় মামলা করে বিপাকে পড়েছেন সবুজ চন্দ্র  সরকার নামের এক দিনমজুর । আসামীরা তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করছে। পরিবারসহ দেশ ত্যাগের হুমকি দিচ্ছে।  

জানা গেছে, বগা ইউনিয়নের চাদপাল গ্রামের জগদীশ চন্দ্র সরকারে পুত্র সবুজ চন্দ্র সরকার অটো চালিয়ে সংসার চালান । কয়েক দিন আগে  একই এলাকার শহিদুল ইসলামের কাছে ১ হাজার ৮শ ৫০ টাকায় দু’মণ ধান বিক্রি করেন । গত ১৫ নভেম্বর সবুজ চন্দ্র ধান বিক্রির বকেয়া টাকা আনতে শহিদুল ইসলামের কাছে গেলে তার সাথে কথা কাটাটি হয়। এক পর্যায়ে শহিদুল নরেন মিস্ত্রীর চায়ের দোকানে সামনে সবুজ চন্দ্রকে বেধরক মারধর করেন। 

এ ঘটনায় পর সবুজ চন্দ্র  ১৬ নবেম্বর শাহিনকে আসামী করে  থানায় অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ হন সবুজ। এপর থেকে সাঙ্গোপাঙ্গো নিয়ে  অভিযোগ প্রত্যাহার করার জন্য সবুজকে চাপ দিচ্ছেন এবং  পরিবারসহ দেশ ত্যাগের হুমকি দিচ্ছেন। বর্তমানে সবুজ পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।  

এ বিষয়ে শহিদুল ইসলাম, সবুজ চন্দ্র অটো গাড়ী কিনতে তার কাছ থেকে টাকা নিয়েছেন। সে টাকা দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছেন । এ নিয়ে কথাকাটাকাটি হয়েছে। তাকে মারধর করেনি । 

এ বিষয়ে বাউফল ওসি আল মামুন বলেন,‘ বাদি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আমাদেরকাগজ/এইচএম