সড়ক দুর্ঘটনা ২০ নভেম্বর, ২০২২ ০১:২১

জানুয়ারি থেকে অক্টোবর মাসে বাইক দুর্ঘটনায় ২০৯৭ মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাজায়, এ বছরে সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭৬৪ জন শিক্ষার্থী। রোববার (২০ নভেম্বর) সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়,সারাদেশে দুই হাজার তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক হাজার ২৮৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ থেকে ১৭ বছরের ৩৪৭ জন এবং ১৮ থেকে ৫০ বছরের ১ হাজার ৫৩৩ জন। এ ছাড়া মোটরসাইকেলের ধাক্কায় ৯২ জন পথচারী নিহত হয়েছেন।

সংগঠনটি বলছে, গত বছরের চেয়ে এ বছরের একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ২১ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যু ১৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে
 
আমাদের কাগজ/ইআ