বিনোদন ১৯ নভেম্বর, ২০২২ ০৯:৫১

নোরায় হতাশ দর্শক

নিজস্ব প্রতিবেদক: যাকে ঢাকায় আসা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা সমালোচনা চলছিলো, নানা জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তা দূর করে শুক্রবার দুপুরে ঢাকায় পা রাখেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। অন্যদিকে দর্শতরা তার কোমর দোলানো দেখার জন্য উচ্ছ্বসিত ছিল তার ভক্তরা।  রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাত ৯টার দিকে দেখা মেলে এই বলিউড সুন্দরীর।

‘দিলবার’ গানের তালে তালে মঞ্চে উঠেই নোরা জানালেন ঢাকায় আসার উষ্ণ অনুভূতি’র কথা। নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময় আমার জন্য আনন্দের। আপনাদের উষ্ণ ভালোবাসায় আমি মুগ্ধ।’


সংক্ষিপ্ত বক্তব্য শেষে নোরা ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

আগত দর্শকদের প্রত্যাশা ছিল, নোরা হয়তো পুরস্কার দেওয়া শেষ হলেই মঞ্চে কোমর দোলাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কোনো নাচে অংশ নেননি নোরা। এতে হতাশ হয়েছেন দর্শকরা।

অনুষ্ঠান শেষে দর্শকদের বলতে শোনা গেছে, ১০ হাজার টাকাই জলে গেল। এসেছি নোরা ফাতেহির নাচ দেখতে, কিন্তু দেখাল অ্যাওয়ার্ড দেওয়া। আমরা কি অ্যাওয়ার্ড দেখতে এসেছি নাকি!’

ঢাকার মঞ্চে নোরা ফাতেহি।
‘দিলবার’ গানের তালে তালে মঞ্চে নোরা, জানালেন উষ্ণ অনুভূতি

এদিকে বেশকিছু সূত্রে জানা যায়, নোরার নাচার কথা থাকলেও শেষ পর্যন্ত শর্ত আরোপ করে দেয় প্রশাসন। যে কারণে মঞ্চে উঠলেও নাচেননি নোরা।

উল্লেখ্য, এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে। অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মাণ করার কথাও রয়েছে।

আমদের কাগজ/ইআ