বিনোদন ১৪ নভেম্বর, ২০২২ ০৬:০০

বার্সেলোনায় ‘পরাণ’ 

বিনোদন প্রতিবেদক: রায়হান রাফি পরিচালিত ও লাইভ টেকনোলজিস প্রযোজিত পরান সিনেমাটি মুক্তির এতোদিন পেরিয়েও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখনো।  শুধু দেশেই নয়, দেশের বাইরে বাংলা ভাষাভাষীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি চলচ্চিত্রের স্থবিরতা কাটিয়ে তুলেছে বলে অনেকেই মত দিয়েছেন। 

১৫ই নভেম্বর প্রথমবারের মত স্পেনের বার্সেলোনা প্রবাসী বাংলাদেশীরা দেশীয় চলচিত্রের স্বাদ উপভোগ করবেন রেনোইর প্রেক্ষাগৃহে। কাইয়ে ফ্লোরিদা ব্লাংকা ১৩৫ এ রাত ০৮টায় প্রদর্শিত হবে পরান সিনেমার একটি শো। সিনেমা শো পরিচালনার দায়িত্বে আছে বার্সেলোনার ব্যাডমিন্টন গ্রুপ। 

প্রথম কোন বাংলাদেশী সিনেমা বার্সেলোনায় দেখার সুযোগ পাবেন বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিব্যক্তি তুলে ধরছেন বিভিন্নভাবে। কমিউনিটির পরিচিত মূখ কামরুল মোহামেদ নিজেকে প্রথম টিকেট ক্রয়কারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে আয়োজক শফিক খান বলেন, ঘোষনার প্রথম দিনই অর্ধেকের বেশী টিকেট বিক্রি হয়ে যায় তাই আপাতত কেবলমাত্র একটি শো চালানোর কথা থাকলেও পরবর্তী বিবেচনায় বিশেষ শো চালানোর পরিকল্পনা আছে।

‘পরাণ’ সিনেমার এমন সফলতায় দারুণ খুশি সিনেমার কলাকুশলীরা। ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

 

 

 

আমাদেরকাগজ/ এএইচ