নারীমেলা ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:১৪

প্রভাবশালী মাগাজিন ডিপ্লোম্যাটের প্রচ্ছদে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট।। 

নেদারল্যান্ডস ভিত্তিক প্রভাবশালী ডিপ্লোম্যাট মাগাজিন তাদের কভার স্টোরি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। কভার স্টোরিতে তাঁকে মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত করা হয়। 

প্রচ্ছদ প্রতিবেদনে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তার নানা চিত্র তুলে ধরা হয়েছে। সম্প্রতি নেদারল্যান্ডসের হেগে ম্যাগাজিনটির প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

অনুষ্ঠানে নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল কূটনীতিকদের কাছে তুলে ধরেন, মিয়ানমারে সেনা অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কিভাবে সহায়তা করেছেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ সিদ্ধান্তের কারণেই সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।