খেলাধুলা ১৩ নভেম্বর, ২০২২ ০২:৫৫

এসেই হারিসকে ফেরালেন আদিল রশিদ

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

স্পোর্টস ডেস্কঃ লম্বা সময় মাঠে নিজেকে ধরে রাখতে কে না চায়! কিন্তু পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস জন্য ঘটল যেন উল্টো। 

আদিল রশিদের বলে ১২ বলে ৮ রান করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ৪৫ রানে দ্বিতীয় উইকেটের পতন হলো পাকিস্তানের।

৮.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রানে ব্যাট করছে পাকিস্তান। ২ রানে শান ও ২৭ রানে আছেন বাবর।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে সুবিধা করতে পারেনি পাকিস্তান। তাই রান বাড়াতে আগ্রাসী হয়ে উঠেছিলেন দুই ওপেনার। চতুর্থ ওভারের প্রথম বলে ওকসকে ছক্কা মারেন রিজওয়ান রিজওয়ান। পরের ওভারে তাকেই ফিরতে হলো। স্যাম ক্যারানের ওয়াইড লাইনের বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ১৪ বলে ১ ছয়ে ১৫ রান করে আউট ওপেনার রিজওয়ান। ২৯ রানে প্রথম উইকেট হারালো পাকিস্তান।

আগের দিন থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তবে সেই সম্ভাবনা অনেকটা কমে এসেছে। মেলবোর্নের আকাশ আপাতত বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। তবে প্রকৃতি ঘনঘন রং বদলায়। তাই বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনও।

পাকিস্তান এবং ইংল্যান্ড-দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তার ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

 

আমাদেরে কাগজ/ এম টি