খেলাধুলা ১৩ নভেম্বর, ২০২২ ১২:১২

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতারের নতুন নোট প্রকাশ

স্পোর্টস ডেস্ক: আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের আসর। যেটা অনুষ্ঠিত হবে কাতারে। আর এই বিশ্বকাপকে ঘিরেই সম্প্রতি কাতার একটি ২২ রিয়ালের নোট উন্মোচন করেছে। বিদ্যমান এক, পাঁচ, দশ, পঞ্চাশ, একশো, এবং পাঁচশো রিয়ালের সঙ্গে বিশ্বকাপ উপলক্ষে ২২ রিয়ালের নোট সংযোজন করেছে দেশটি৷ 

এছাড়া ২২ রিয়ালের নোটের পাশাপাশি ফিফা এবং বিশ্বকাপের লোগো সম্বলিত কয়েনও চালু করা হয়েছে।

কাতার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর শেখ বন্দর বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নোট ও কয়েন উদ্বোধন করেন।

২২-রিয়ালের নোটে একদিকে লুসাইল স্টেডিয়াম এবং অন্য দিকে আল বায়েত স্টেডিয়াম, যা কাতার ২০২২ এবং বিশ্বকাপ ট্রফির প্রতীক। 

কিউসিবি-এর মতে, স্মারক নোট এবং মুদ্রার নামমাত্র মূল্য এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে আইনি শক্তি রয়েছে এবং এটি ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে দেওয়া হবে। কিউসিবি বলেছে, এটি নতুন মুদ্রার সাথে জড়িত আর্থিক লেনদেনের সুবিধার্থে একটি সেট ব্যবস্থা নিয়েছে। 


আমাদেরকাগজ/এইচএম