শিক্ষা ১১ নভেম্বর, ২০২২ ০৭:১৪

স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ঢাকার সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক, শিক্ষামূলক ও ওয়েলফেয়ার প্রতিষ্ঠান "দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা" এর বৃত্তি পরীক্ষা-২০২২।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত সাড়ে ১১ টায় পরিক্ষা শেষ হয়। রাজধানীর অন্তত তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এই বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সকলেই। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়া লেখায় মনোযোগী হবে।

পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা'র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম। 

এ সময় তিনি বলেন, প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিবছর ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। যাতে করে এই পরীক্ষায় তাদের মেধা, মনন ও চিন্তার ধারাকে বিকশিত করে।

তিনি বলেন, আগামী বছর আরো বড় পরিসরে, নতুন চমক নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হবে স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। 

বৃত্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে এসোসিয়েশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করার জন্য বৃত্তি প্রকল্পের মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রেজিস্টেশন কার্যক্রম শুরু হয়ে চলে ২০ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে ঢাকার প্রাই আড়াই হাজার শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করে। পরীক্ষা পরিদর্শন করেন ওয়েলফেয়ারের চেয়ারম্যান ও সাবেক পরিচালকবৃন্দ।


আমাদেরকাগজ/এইচএম