বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১০ নভেম্বর, ২০২২ ১০:৪১

জি-বোর্ডে নতুনত্ব আনছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গুগল তাদের ভার্চুয়াল কিবোর্ড জি-বোর্ডে নতুন আপডেট আনছে। নতুন আপডেটের ফলে জি-বোর্ডে ইমোজি, স্টিকার ও জিআইএফ ব্যবহার করা যাবে বলে জানায় গুগল।

গুগল জানিয়েছে, জি-বোর্ড ইমোজিগুলো নিয়ে এখনো ডেভেলপাররা কাজ করছেন। তবে তাদের বেটা ভার্সনে কিছু ইমোজি উন্মুক্ত করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে শিগগিরই নতুন ইমোজিগুলো অবমুক্ত করা হবে। নাইট টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুসারে নতুন ডিজাইনের ইমোজিগুলো জিবোর্ডের টপ বারে আনা হবে। ফলে সহজেই ব্যবহারকারীরা এগুলা ব্যবহার করতে পারবেন।

নতুন জি-বোর্ডটি আগের ভার্সনের তুলনায় বেশ গতিশীল হবে। এটি ব্যবহার করাও বেশ সহজ হবে বলছে প্রতিবেদন।

আমাদের কাগজ//জেডআই