রাজনীতি ৯ নভেম্বর, ২০২২ ০৯:৩৬

আ’লীগকে যে হুঁশিয়ারি দিলেন নুর

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর আওয়ামী লীগ নেতাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার আমাদের ওপর আঘাত করলে আওয়ামী লীগকে পাল্টা আঘাত করা হবে। এখনও সময় আছে সাবধান হয়ে যাও।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, প্রধানমন্ত্রী হঠাৎ করে অগ্নিসন্ত্রাস-অগ্নিসংযোগের কথা বারবার বলছেন। বিরোধী দল যখন জনগণকে চাঙা করছে, তখন তারা পুরনো খেলা শুরু করেছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার এক সদস্য আমাকে বলেছে, ডিসেম্বরে বিএনপিকে প্রতিহত এবং ঢাকায় ২০০ বাসে অগ্নিসংযোগ করতে নির্দেশ দিয়েছে সরকার। আগে বিহঙ্গ পরিবহনকে দিয়ে অগ্নিসংযোগ করিয়েছে, এবার কোন পরিবহনকে দিয়ে এটা করবে আল্লাহ মাবুদ জানে।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ঘরে ঢোকাতে চায়। কিন্তু এবার আমরা তোমাদের ঘরে ঢুকিয়ে রাজপথ থেকে ফিরব। তাই তোমরা সাবধান হয়ে যাও। এবার তোমরা আঘাত করলে, আমরাও পাল্টা আঘাত করব।

এ সময় প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে নুর বলেন, শান্তিপুর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। ভালোভাবে বিদায় নিন। অন্যথায় পৃথিবীর অন্য শাসকদের যেভাবে নির্মম বিদায় হয়েছে আপনারও হবে।


আমাদেরকাগজ/এইচএম