বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৫ নভেম্বর, ২০২২ ০৯:১৪

কমিউনিটিজ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

আমাদের কাগজ ডেস্ক: চমৎকার এক ফিচার আনলো হোয়াটসঅ্যাপ। কমিউনিটিজ নামে বিশ্বব্যাপী এই ফিচারটির মাধ্যমে অনেক বড় পরিসরে বিভিন্ন চ্যাট গ্রুপকে সমন্বয় করা যাবে। 

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, কমিউনিটির ফিচারটির মাধ্যমে বিভিন্ন চ্যাট গ্রুপকে একটি বড় ছাতার নিচে এনে অ্যাডমিনিস্ট্রেটর হাজারো ব্যবহারকারীকে একসঙ্গে কোনও এলার্ট পাঠাতে পারবে।  ফিচারগুলো সাধারণত স্কুল বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটির দেওয়া একটি বিবৃতি অনুযায়ী, এতদিন যেখানে ২৫৬ জনের সীমাবদ্ধতা ছিল। সেখানে এখন একটি গ্রুপে একসঙ্গে ১০২৪ জনকে যুক্ত করা যাবে।

তবে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম এবং ডিসকর্ডেও হাজারের ওপরে সদস্য নিয়ে গ্রুপ করা যায়।

আমাদের কাগজ//জেডআই