সারাদেশ ৫ নভেম্বর, ২০২২ ০৩:৫০

 যেখানে অবমুক্ত করা হয় কুমিরটিকে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ ফুট লম্বা একটি কুমির। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় লালনশাহ সেতুর নিচে পদ্মা নদীতে জেলে আবুল কালাম আজাদের জালে কুমিরটি ধরা পড়ে। তবে বনবিভাগের কর্মকর্তা বলছেন এটি কুমির নয় ঘড়িয়াল।

এদিকে কুমিরটি একনজর দেখতে এলাকার উৎসুক মানুষের ঢল নামে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অবশেষে শুক্রবার রাতে কুমিরটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

জেলে মো. সজল বলেন, পদ্মা নদীর লালনশাহ সেতুর নিচ থেকে মুন্সি পাড়ার সাগর মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জাল ফেলি। কোন একসময় কুমিরটি জালে আটকে পড়ে। সন্ধ্যায় জাল তোলার সময় কুমিরটি জালে দেখতে পাই। এ সময় ভয় পেলেও কয়েক ঘন্টা পানিতে খেলিয়ে ক্লান্ত করে তাকে ধরি। কুমিরের মুখ বস্তা দিয় মুড়িয়ে নৌকায় দড়ি দিয়ে বেঁধে নদীর পাড়ে নিয়ে আসি।

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সজল নামে এক জেলের জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে কুমিরটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

আমাদের কাগজ/ইদি