সারাদেশ ৫ নভেম্বর, ২০২২ ১২:২৪

দুর্বৃত্তদের হামলায় সেই আইনজীবী মারা গেছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় আদালতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শিক্ষানবিশ আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল বারী ওরফে চাঁন মিয়া (৪০) মারা গেছেন। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 চাঁন মিয়া বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, চাঁন মিয়ার মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বাসা থেকে আদালতে যাওয়ার পথে বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকায় চাঁন মিয়ার ওপরে হামলা চালানো হয়। মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত তিন দুর্বৃত্ত পিছন থেকে কুড়াল দিয়ে তার মাথায়, ঘাড়ে ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালালেও কাউকে ধরতে পারেনি।

এদিকে চাঁন মিয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় তার স্ত্রী রুনা আকতার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাঁন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পরপরই একাধিক স্থানে অভিযান চালানো হলেও জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
আমাদের কাগজ/ ইআ