খেলাধুলা ১ নভেম্বর, ২০২২ ০৪:৫১

বাংলাদেশের বিপক্ষে কেনো নেই বুমরা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে এক গুরুত্বপূর্ণ নাম জাসপ্রীত বুমরা। তবে চোটে পরে এশিয়াকাপ ও  টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছেন। এবার বিশ্বকাপের ডিসেম্বরে পর বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সে দলেও রাখা হয়নি বুমরাকে।একারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না।

বুমরাকে না রাখার প্রসঙ্গে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেছেন চেতন শর্মা। বিসিসিআই নির্বাচক বলেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমরা খুব ভালোভাবেই খেয়াল করি। বিশ্বকাপের আগে আমরা জাসপ্রীত বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো করেছিলাম। এখন তাঁকে ছাড়াই আমরা বিশ্বকাপ খেলছি। এনসিএ এবং মেডিক্যাল টিম তার দেখাশোনা করছে। তবে বাংলাদেশের বিপক্ষে আমরা একটু সচেতন। আমরা একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইনি।’ 

৪ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ। ৭ ও ১০ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সব ওয়ানডে হবে মিরপুরে। ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ২২ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট। 

বাংলাদেশ সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড: 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈষান কিষাণ, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল, দীপক চাহার। 

বাংলাদেশ সফরে ভারতের টেস্ট স্কোয়াড: 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব। 

 

আমাদের কাগজ//টিএ