রাজনীতি ১ নভেম্বর, ২০২২ ০৪:২৭

বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরত দেওয়া সম্ভব নয় : কানাডা

নিজেস্ব প্রতিবেদক: কানাডার আশ্রয়ের থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এইচএমবি নূর চৌধুরীকে প্রচলিত আইনে ফেরত দেওয়া সম্ভব নয় বলে বাংলাদেশকে জানিয়েছেন দেশটির হাইকমিশনার লিলি নিকোলস।

মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক ও কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত আসার জন্য সব রকমের চেস্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার, কিন্তু কানাডার আইনী নীতিমালা অনুযায়ী  একটু সমস্যা হচ্ছে , তবে বিকল্প পথ দেখে খুজতে হবে। কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব নয় বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন এটি তাদের নীতিমালাার বাহিরে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমি তাদের অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যায় কি না। তাকে বলেছি, একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন। নূরকে দেয়ার বিকল্প কি ব্যবস্থা আছে কিনা সে ব্যাপারে হাইকমিশনার আমাদের এসব কথা তার দেশের সরকারকে জানাবেন বলে জানিয়েছেন আমাকে।


আমাদের কাগজ/ ই আ