আন্তর্জাতিক ১ নভেম্বর, ২০২২ ১০:৪১

চীনে আইফোন কারখানা ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক: চীনে আবারও বেড়েছে  মহামারী করোনাভাইরাসের প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর 'জিরো কোভিড' নীতি ও লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এতে আটকে পড়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরই মধ্যে অনেক শ্রমিক কারখানার বেড়ায় উঠে পালিয়ে যেতে শুরু করেছে।

সম্প্রতি চীনের স্থানীয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি কারখানার অন্তত ১০ জন শ্রমিককে বেড়ার উপর দিয়ে লাফিয়ে পালিয়ে যেতে দেখা যায়। ওই শ্রমিকরা অ্যাপলের জন্য চুক্তিতে আইফোন তৈরি করতেন।

বিবিসি জানিয়েছে, কঠোর 'জিরো কোভিড' নীতির কারণে চ্যাংঝো শহরে অবস্থিত ফক্সকনের কারখানায় হাজার হাজার শ্রমিক আটকা পড়েছে। শুধু আইফোন তৈরির কারখানার শ্রমিকরাই নয়, সমস্যায় পড়েছে চীনের জনসাধারণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।

 

আমাদেরকাগজ/এইচএম