সারাদেশ ৩১ অক্টোবর, ২০২২ ০৫:২২

কাপ্তাই পার্কে দুই অজগর অবমুক্ত

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে দুটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। এ সময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ বনকর্মীগণ উপস্থিত ছিলেন।

সোমবার সকাল ১১টায় দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ আটক হওয়া দুটি অজগর সাপ দুর্গম গভীর অরণ্য অবমুক্ত করে। কাপ্তাই ৪১ বিজিবিতে লোকালয় থেকে উদ্ধার হওয়া সাপের দৈর্ঘ্য ৭ ফুট। অন্যটিকে রাঙ্গামাটি সদর কলেজ গেইট থেকে উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৫ ফুট।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, উদ্ধার হওয়া সাপ দুটি রাঙ্গামাটি বন সংরক্ষক (সিএফ) মো. মিজানুর রহমান ও বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খানের (ডিএফও) দিকনির্দেশনা মোতাবেক কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ৬ মাসে উদ্ধার হওয়া বিরল প্রজাতি দুটি বানর, সাতটি সাপ, চারটি ময়না, একটি হরিণ ও একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।

আমাদের কাগজ/ইদি