অর্থ ও বাণিজ্য ৩০ অক্টোবর, ২০২২ ০২:২৫

ডিএসইতে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেন শুরু হয়েছে। এই লেনদেন রবিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হবে এবং দুপুর ২টা ৩৫ মিনিটে শেষ হবে।

ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা ছিলো সকাল নয়টা ৩৫ মিনিটে। কিন্তু ডিএসই মার্কেট অপারেশনের ভুলের কারণে ৭০টি সিকিউরিটিজের বদলে সবগুলোর সার্কিট ব্রোকার তুলে দেয়া হয়। যার ফলে বন্ধ রাখা হয় বাজার কার্যক্রম।

এই ভুল সংশোধন করে সকাল ১১টা থেকে আবারো সচল হয় পুঁজিবাজার। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
 

আমাদেরকাগজ/এইচএম