আন্তর্জাতিক ২৮ অক্টোবর, ২০২২ ১০:৩৩

টুইটার কিনেই সিইওসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করলেন ইলন মাস্ক

আন্তর্জাকিত ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনা নিয়ে তো অনেক জলঘোলা করলেন বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এই কিনছেন, আবার কিনছেন না। এবার সব আলোচনায় জল ঢেলে চার হাজার চারশ’ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেন এই ধনকুবের। একই সঙ্গে নিজের অ্যাকাউন্ট পরিবর্তন করে নাম দিয়েছেন ‘টুইটার বস’।

এদিকে টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছাটাইয়ের ঘোষণা দেন ইলন মাস্ক। এরমধ্যে প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল রয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

টুইটারের বিজ্ঞাপনদাতাদের উদ্দেশে এক টুইটবার্তায় তিনি বলেন, ‘প্রিয় টুইটার বিজ্ঞাপনদাতারা, আমি কী কারণে টুইটার কিনেছি— তা পরিষ্কার করতে সম্ভব হলে আপনাদের সবার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করতাম। কারণ, কেন আমি টুইটার কিনেছি এবং এই সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনদাতাদের সম্পর্কে আমি কী চিন্তা-ভাবনা করি এসব ব্যাপার নিয়ে বাজারে অনেক অনুমান ও ধারণার উদ্ভব হয়েছে। এসব অনুমান এবং ধারণার অধিকাংশই ভুল।’

তিনি আরও বলেন, 'সভ্যতার ভবিষ্যতের স্বার্থে সবার জন্য উন্মুক্ত একটি ডিজিটাল টাউন স্কোয়ার প্রয়োজন যেখানে মানুষ তাদের ভাবনা প্রকাশ করতে পারে। এই চিন্তাগুলি নিয়ে বিতর্ক হতে পারে, তবে সেই বিতর্কগুলি অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে। এই ধরনের বিতর্ক অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে সমর্থন করা উচিত নয় - যা সংঘাতকে উস্কে দিতে পারে।'

এর আগে, ইলন মাস্ক বেশ কয়েকটি শর্ত লঙ্ঘনের অভিযোগে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি বাতিল করতে চেয়েছিলেন। এরপর থেকেই জল্পনা নতুন মোড় নেয়।

আমাদেরকাগজ/এইচএম