রাজনীতি ২৭ অক্টোবর, ২০২২ ০৩:১৯

বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব আজ এক অনাকাঙ্ক্ষিত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা না করেই বিএনপি নেতারা দায়িত্বজ্ঞানহীনভাবে নানা ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। তারা সরকারের পদত্যাগ দাবি করছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এই সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের সব দেশের সরকার কি পদত্যাগ করবে? সব দেশে সরকার পদত্যাগ করলে গোটা বিশ্ব সরকারহীন হয়ে যাবে। নিশ্চয়ই পৃথিবীর সব দেশ সরকার ছাড়া চলতে পারে না। এ অবস্থায় ধৈর্য ধরে সংকট মোকাবিলা করা সকল দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব।

কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ ও জনগণের প্রতি প্রতিটি বিরোধী দলের দায়িত্ব ও কর্তব্য থাকে; কিন্তু মির্জা ফখরুল ইসলাম দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন না করে তার স্বাভাবিক মিথ্যাচার ও বিভ্রান্তির রাজনীতি অব্যাহত রেখেছেন। দেশবাসী ভুলেনি, বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন খুলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল; এটি গণবিরোধী নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার জ্বলন্ত ক্ষতের মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গোটা বিশ্ব মানবিক বিপর্যয়ের সম্মুখীন। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সারা বিশ্বের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশ্ব গড় প্রবৃদ্ধি তীব্রভাবে হ্রাস পাচ্ছে। উন্নয়নশীল, অনুন্নত ও দরিদ্র দেশগুলোকে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার বড় মূল্য দিতে হচ্ছে।

এ অবস্থায়ও আমাদের সরকার স্থিতিশীলতা বজায় রেখে সংকট মোকাবিলায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। এমতাবস্থায় বিদ্যুৎ সংকট নিরসনের উপায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করা।

পারমাণবিক শক্তি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস। সেই লক্ষ্য অর্জনে শেখ হাসিনার সরকার ইতোমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।

 

আমাদেরকাগজ/এইচএম