স্বাস্থ্য সেবা ২৭ অক্টোবর, ২০২২ ০৯:৪১

বিশ্বজুরে করোনায় আরও ১৩৩৯ জনের মৃত্যু

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: চলমান করোনা মহমারিতে বিশ্বজুড়ে করোনা মহামারিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৯ জনের। এবং সংক্রমিত হয়েছেন তিন লাখ ৯৪ হাজার ৮৬০ জন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৭৮ হাজার ৯০৫ জন এবং মারা গেছেন ১৯৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৯২০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৯৩ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২৬২ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৫৮২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার ১৩৮ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৪ হাজার ১৬৩ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৫৬৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ৭ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ৮০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৩৬০ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৭৯০ জন।

২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২১ লাখ ৬ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৪১৪ জন।

 গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ৯৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৪২৯ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৮৪৬ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৬৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৯৬০ জন।

 

আমাদের কাগজ//টিএ