সারাদেশ ২৬ অক্টোবর, ২০২২ ০৯:৩৩

ডেঙ্গু রোগী বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে 

ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ৫০ শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। 

বুধবার (২৬ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৬৪ জন রোগী। যার মধ্যে ৫০ জন পুরুষ, ১২ জন নারী এবং শিশু ভর্তি আছে দুই জন।

হাসপাতালের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪০০ রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চলতি অক্টোবর মাসেই চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক রোগী। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বলেন, দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের প্রশাসনিক ভবনের তিনতলায় ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীর সংখ্যা যদি আরও বেড়ে যায় তাহলে বেডের সংখ্যাও বাড়ানো হবে। ওষুধসহ সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য। চিকিৎসক-নার্স এবং অন্যান্য কর্মচারী রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছেন।

এদিকে মশক নিধন কার্যক্রম চলছে নগরের অলিতে-গলিতে। সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারণাও। বিভিন্ন বাসা বাড়িতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা আছে কীনা, তা নির্ণয়ে নিয়মিত চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় এরই মধ্যে কয়েকজন বাড়ির মালিককে জরিমানাও করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আমাদের কাগজ//জেডআই