লাইফ স্টাইল ২৬ অক্টোবর, ২০২২ ০৭:০৬

যে উপায়ে ছড়াবে না চোখের কাজল 

লাইফস্টাইল ডেস্ক: ছড়িয়ে যাওয়ার টেনশনে অনেকেই ইচ্ছে থাকলে এড়িয়ে যান চোখে কাজল পরা। ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ কাজল পরলেও চোখের চারপাশে ছড়িয়ে বাজে হয়ে যায়। তবে কিছু উপায় মানলে একেবারেই ছড়াবে না কাজল।

জেনে নিন টিপসগুলো-

সবসময় চেস্টা করবেন পরিষ্কার ত্বকে কাজল ব্যবহার করতে।
তৈলাক্ত ত্বকে কাজল অন্য ত্বকের তুলনায় বেশি ছড়ায়। তাই তৈলাক্ত ত্বকে কাজল ব্যবহারের পর তার ওপর হালকা ফাউন্ডেশন বা পাউডার লাগিয়ে নিন।
সুযোগ হলে কাজল ব্যবহারের আগে ত্বকে অল্প আইশ্যাডো লাগিয়ে নিন।
কাজল লাগানোর আগে হোয়াইট লাইনার দিয়ে লাইন টেনে নিলে কাজল ছড়াবে না।
কাজল ব্যবহারের সময় হালকা করে রেখা টানবেন। কারণ গাঢ় রেখা টানলে তা অনেক সময় তারাতারি ছড়ায়।

আমাদের কাগজ//জেডআই