সারাদেশ ২৬ অক্টোবর, ২০২২ ০১:৪৪

সিত্রাংয়ের বৃষ্টি যশোরের কৃষকদের জন্য হয়েছে ‘আশীর্বাদ’

যশোর প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বৃষ্টিতে সারাদেশে ৩৫ জনের মৃত্যৃ হয়েছে। শুধু তাই নয়। দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গিয়েছে। এ ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে কৃষি ক্ষাতেও। তবে ভিন্ন কথা শোনা যাচ্ছে যোশরের কৃষকদের মুখে। 

যশোরের কৃষি বিভাগ বলছে, উপকূলের আমনের ক্ষেতের বড় ক্ষতি হলেও যশোরের জন্য তেমন ক্ষতির কিছু দেখা যাচ্ছেনা। তাছাড়া এ বৃষ্টিকে ‘আশীর্বাদ’ও বলছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক।

তিনি বলেন, “ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আমরা যে ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছিলাম তার কিছুই হয়নি। ঝড়টি মূলত উপকূলীয় অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে।” জেলায় এ সময় ক্ষেত জুড়ে আমন ধান। কিছু ধান পাকতে শুরু করেছে। আবার কিছু জমিতে ধান উঠছে। এ অবস্থায় পানির খুব প্রয়োজন ছিল। সেজন্য এই একদিনের বৃষ্টি আমাদের জন্য অনেক উপকারে এসেছে। এটাকে প্রকৃতির আশীর্বাদ বলা যেতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার রাতের ঘূর্ণিঝড়ে ছয় হাজার হেক্টর ফসলি জমি ও এক হাজার মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদিপশুর ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি। ঝড়ে মোট ৪১৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০ হাজার ঘরবাড়ি উড়ে গেছে। কোথাও কোথাও সড়ক ভেঙেছে, বেড়িবাঁধও ভেঙে গেছে।

রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত যশোরে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর যশোরে ঝড় ও বৃষ্টি থামে। মাঝে মাঝে হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। রাতে আবহাওয়ার অবস্থা ক্রমশ ভাল হতে হতে সকালে দেখা মেলে রোদের। ফলে যেসব ধানক্ষেতে পানি জমে গিয়েছিলো তা সহজে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, যশোর অঞ্চলে শীতকালীন সবজির চাষ হয়েছে ২০ হাজার হেক্টর জমিতে। আর এক লাখ ৪০ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুরুল হক আরও বলেন, এখন রবি শস্য চাষের প্রস্তুতি চলছে। ঠিক সেই সময়ে এই বৃষ্টিপাত ফসলের জমির উর্বরতা বাড়াবে। এছাড়া এই বৃষ্টিতে যশোরের শীতকালীন সবজি বেশ লাভবান হয়েছে।

সবজি চাষি আশরাফ আলী বলেন, “আগের ঝড়গুলোতে আমাদের ব্যাপক ক্ষতি হলেও এবারকার ঝড়ে কোনো ক্ষতি হয়নি। জমিতে পানি জমে গেলেও সেগুলো আইল কেটে সরানো সম্ভব হয়েছে।”


আমাদেরকাগজ/এইচএম