খেলাধুলা ২৬ অক্টোবর, ২০২২ ১০:২৩

চ্যাম্পিয়ন্স লিগ

পিএজির জয়ের রাতে হোঁচট খেলো ম্যানসিটি, রিয়াল ও জুভেন্টস

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিলো ইরোপের বড় ক্লাবগুলো। পার্ক দে প্রিন্সেসে ম্যাকাবি হাইফারকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে মেসি-নেইমাররা।এ ম্যাচে গোল পেয়েছে পিএসজির তিন সুপার স্টার। দুটি করে গোল করেন  লিওনেল মেসি , কিলিয়ান এমবাপে ও একটি গোল করেন নেইমার।

এদিকে রিয়াল মাদ্রিদের  সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল আরবি লাইপজিগ। নিজেদের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। হেরেও এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে রিয়াল। রয়িাল মাদ্রিদকে  ৩-২ গোলে হরিয়েছে  আরবি লাইপজিগ।

লাইপজিগের বিপক্ষে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেন কার্লো আনচেলত্তি। তাতে করে তরুণ লাইপজিগ দল তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলে। ১৮ মিনিটে ২ গোল খেয়ে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। চাপ ধরে রেখে তারা সাফল্য পায় বিরতির ঠিক আগে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছাকাছি ক্রস বাড়ান আসেনসিও। ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে ব্যবধান কমান ভিনিসিয়াস।

কিন্তু টিমো বার্নারের শটে ৮১ মিনিটে রিয়াল ৩-১ গোলে পিছিয়ে পড়ে। ফাউলের শিকার হয়ে রদ্রিগো পেনাল্টি থেকে যোগ করা সময়ে রিয়ালের দ্বিতীয় গোল করেন। কিন্তু এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হার ঠেকাতে যথেষ্ট ছিল না।

আরেক ম্যাচে কোপেনহেগেনের মাঠে আগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। টানা ২ ম্যাচ ড্র করলেও শেষ ষোলোর টিকিট ঠিকই কেটেছে ম্যানসিটি। অন্যদিকে টানা হারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এবারের আসরে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচের চারটিতেই হেরেছে তুরিনের বুড়িরা। সর্বশেষ পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে এস্তাদিও দা লুজে ৪-৩ গোল ব্যবধানে হেরে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে জুভদের।


আমাদের কাগজ//টিএ