দুর্যোগ ২৫ অক্টোবর, ২০২২ ০১:০৬

ঝড়ের মধ্যে দেয়ালধসে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি আর ঝড়ের মধ্যে দেয়াল ধসে রাজধানীতে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জিগাতলার মনেশ্বর রোডে এ মৃত্যুর ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে রিকশাচালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক খন্দকার বলেন, “ঘটনার সময় বিদ্যুৎ চমকাচ্ছিল। নিহত ব্যক্তি রিকশা নিয়ে যাচ্ছিলেন। পাশ দিয়ে যাচ্ছিলেন বাইক আরোহী। তখন চারতলা একটি ভবনের ছাদের রেলিং ধসে পড়ে।”

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যায় ঝড়টি বরিশাল দিয়ে উপকূল অতিক্রম শুরু করলে ঢাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে থাকে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সোমবার ভোলা ও নড়াইলে গাছ ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


আমাদেরকাগজ/এইচএম