সারাদেশ ২৫ অক্টোবর, ২০২২ ১২:৪৫

ঘূর্ণিঝড় সিত্রাং: ভোলায় দুইজন নিহত

ভোলা প্রতিনিধি: ​​​ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ভোলায় গাছের নিচে চাপা পড়ে দুইজনের নিহত হয়েছে।

সোমবার ভোলার দৌলতখান ও চরফ্যাশনে এ নিহতের ঘটনা ঘটে।

দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, ঝড়ে পৌরসভায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত নারীর নাম বিবি খাদিজা (৮০) বলে জানা গেছে। তিনি দৌলতখান পৌরসভায় মৃত গোলাম মোস্তফার স্ত্রী।

পরিবার জানায়, সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের মধ্যে  ঘরের ওপর গাছ পড়লে বৃদ্ধা নিচে চাপা পড়েন। আত্মীয়-স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে চরফ্যাশনের ইউএনও আল নোমান বলেন, ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে আলম স্বর্ণকার নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। তিনি উপজেলার এওয়াজপুর এলাকার বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়েছিল। চালক ডালের নিচ দিয়ে গিয়ে নিজেকে বাঁচাতে পারলেও আলম ডালে আঘাত পান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আমাদেররকাগজ/এইচএম