দুর্যোগ ২৪ অক্টোবর, ২০২২ ০৯:৫২

সেন্ট মার্টিন প্লাবিত, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজার  প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্লাবিত হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে সেন্ট মার্টিনের ৬০ শতাংশ এলাকা। ফলে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পানিবন্দি হয়ে পড়েছে বেশকিছু মানুষ। স্থানীয়রা বলছেন, পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।

এ দিকে সেন্ট মার্টিনের বিপজ্জনক এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে মাইকিং করছেন স্বেচ্ছাসেবকরা। স্থানীয় প্রশাসন মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকার জন্য কাজ করছে। এর মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেেদেওয়া হয়েছে। ইন্টারনেট দুর্বল হয়ে পড়ায় যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।

স্থানীয়রা জানান, জোয়ার মাত্র শুরু হয়েছে। রাত ১০টার দিকে শেষ হবে। এর মধ্যে পানি আরও বৃদ্ধি পেতে পারে। তলিয়ে যেতে পারে পুরো সেন্ট মার্টিন। 

সবার সহোযোগিতা কামনা করে সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, পানির কারণে তলিয়ে যাওয়ার অবস্থা সেন্ট মার্টিনের। ২০৫০ সাল নয়, সেন্ট মার্টিন ডুবতে আজকের মতো আর দু-তিনটা জোয়ারই যথেষ্ট। রিসোর্টগুলোতে জোয়ারের পানি উঠেছে। চারদিক দিয়ে পানি ঢুকছে। আমাদের যাওয়ার কোনো পথ নেই। সবার সহোযোগিতা কামনা করছি। 


আমাদেরকাগজ/এইচএম